• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৯, ০৮:৫৭ পিএম

‘বিমানকে লাভজনক নয়, যাত্রীসেবার মান বাড়ানোই প্রথম কাজ’

‘বিমানকে লাভজনক নয়, যাত্রীসেবার মান বাড়ানোই প্রথম কাজ’
হবিগঞ্জে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী –ছবি : জাগরণ 

 

বাংলাদেশ বিমানকে লাভজনক করা মুখ্য নয়, যাত্রীসেবার মান বাড়ানোই প্রথম কাজ। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে উন্নত সেবার পাশাপাশি বিমানবন্দরকেও সুন্দর করতে হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘দেশে সম্ভাবনার অনেক জায়গা রয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগুলোকে পর্যটন শিল্পে রূপান্তরিত করতে পারলে দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকরা আসবে। এছাড়াও বিমানবন্দরে কোনো মানুষ যাতে হয়রানির শিকার না হয় এবং স্বাধীনতা যাতে কোনো অবস্থায় ক্ষুন্ন না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে।’
 
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, সাবেক পৌরসভা চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরি প্রমুখ। 

মতবিনিময় সভায় জেলার সকল কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. মাহবুব আলীর এটাই প্রথম হবিগঞ্জ সফর।

এনএ