• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০১৯, ০৬:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৬, ২০১৯, ০৬:৫৬ পিএম

সাহিত্য খবর

প্রকাশ হয়েছে শিশুতোষ পত্রিকা ইকরিমিকরি

প্রকাশ হয়েছে শিশুতোষ পত্রিকা ইকরিমিকরি

 

পহেলা বৈশাখ ১৪২৬ প্রকাশ হয়েছে মাসিক শিশু-কিশোর পত্রিকা‘ইকরিমিকরি’।
ইকরিমিকরি গত তিন বছর ধরে পঞ্চাশটির বেশি শুধুমাত্র ছোটদের উপযোগী ( যাদের বয়স ৩-১৪) রঙিন বই বের করেছে। বইগুলো যে শুধু ছোটরাই পছন্দ করেছে তা নয়। বড়রাও খুব ভালোবেসে ফেলেছে। শিশুদের মানসিকবিকাশে সৃজনশীলতাচর্চার চেয়ে গুরুত্বপূর্ণ আরকিহতেপারে? সেজন্য অংশগ্রহণমূলক একটি পত্রিকার কথা ভেবেছে ইকরিমিকরি। প্রতিমাসে যদি অনেক রকমছবি,গল্প,ছড়া,কার্টুন,কমিকস, পাতায় পাতায় সৃজনশীলচর্চা, আর মজার সব কাণ্ডকারখানা ঘটানো যায় সবাই মিলে, মন্দ কি! এ রকম ভাবনা থেকে ইকরিমিকরি পত্রিকার জন্ম।
ইকরিমিকরি ছোটদের পত্রিকা। ভালো, মন্দ, ইচ্ছা, অনিচ্ছা, অভিযোগ, স্বপ্ন মন খুলে তারা শেয়ারকরবে; গল্পেছড়ায়, যেকোনমাধ্যমে এঁকে, মন যা চায় তা বানিয়ে। অংশগ্রহণ করবে পত্রিকার পাতায় পাতায়। পড়ার চাপের বাইরে আনন্দের এক স্বপ্নরাজ্য গড়ে উঠবে তাদের।
৯৬ পৃষ্ঠার ইকরিমিকরি পাওয়া যাবে ১০০ টাকায়।সম্পাদক: মাহবুবুল হক
অর্ডারকরতে- ০১৮১৭৫৪৮১৯১, ০১৭২৭৬৫৬৫৪৯, ০১৬১৭০৭২৩৭৩