• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৯, ১২:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২, ২০২০, ০৪:০৮ পিএম

২০২০ সালে নিশ্চিত ভাগ্য ফিরবে যে ৫ রাশির জাতক-জাতিকার

২০২০ সালে নিশ্চিত ভাগ্য ফিরবে যে ৫ রাশির জাতক-জাতিকার

রা। শি। ক্র

নতুন বছর মানেই নতুন আশা, নতুন উদ্যমে কাজ শুরু করার একটা প্রত্যয় থাকে। নতুনত্ব মানেই ইতিবাচক কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। জ্যোতিষশাস্ত্র বলছে, ২০২০ সালে ৫ টি রাশির ভাগ্যে চরম উন্নতি রয়েছে। ২০২০ সালে ভাগ্য ফিরবে এই পাঁচ রাশির। যাদের কোনও কাজে কেউ বাধা দিতে পারবে না। যে কাজেই হাত দেবে সেই কাজই সফল হবে। তাদের জীবনে আসবে খুশির জোয়ার। দেখে নেয়া যাক কোন কোন রাশির ভাগ্যে লেখা রয়েছে উন্নতির সম্ভাবনা।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

শাসক গ্রহ হবে মঙ্গল বৃষ রাশির। ফলে এই রাশির জাতক-জাতিকা অর্থ ও প্রতিপত্তি লাভ করবে। সঙ্গে অনেক সম্মানও। ২০২০ সালের এমন কিছু সুযোগ পাবে জাতক-জাতিকা যা তাদের চরম সাফল্যের কাছে পৌঁছে দেবে। অনেক সুযোগ পাবে এই রাশির জাতক-জাতিকা বিশেষ করে ক্যারিয়ার গুছিয়ে নেয়া ক্ষেত্রে। কর্মক্ষেত্রে অনেক উন্নতি ঘটবে। অনেক অর্থ উপার্জন হবে। ব্যয় হবে অনেক কম।

কর্কট (২২ জুন - ২২ জুলাই)

২০২০ সাল খুবই ভালো যাবে। গ্রহদের অবস্থান খুব ভালো অবস্থায় থাকায় এ বছর অনেক উপার্জনের যোগ রয়েছে। সমস্ত আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে। কিছু সুযোগ আসতে চলেছে, যার জন্য প্রচুর উপার্জন করতে পারবে জাতক-জাতিকা। অবিবাহিতদের জীবনে মনের মানুষের আগমন ঘটবে। বছরটি চিরস্মরণীয় হয়ে থাকবে।

সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট)

২০২০ সালে বৃহস্পতি থাকবে তুঙ্গে। কর্মক্ষেত্রে অনেক উন্নতি হবে। ফলে অনেক অর্থ লাভ হবে। সঙ্গে অনেক সম্মানও। এই রাশির জাতক-জাতিকা যে কাজেই হাত দেবে সেই কাজই সফল হবে। বছরজুড়ে সুখে স্বাচ্ছন্দ্যে কাটাবে জাতক-জাতিকা।

কন্যা (২৪ আগষ্ট - ২৩ সেপ্টেম্বর)

অনেক অর্থলাভের যোগ রয়েছে কন্যা রাশির জাতক-জাতিকাদের। তবে বছরে একদম শুরু থেকেই অর্থলাভ হবে না। বছরের মাঝের সময় থেকে অর্থলাভ শুরু হবে। অন্যরকম মানসিক শান্তি এনে দেবে নতুন বছর ২০২০। দুশ্চিন্তা দূর করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে এই রাশির জাতক-জাতিকা। খুব সহজেই লক্ষ্যে পৌঁছাবে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

২০২০ সাল অনেক কিছু নিয়ে অপেক্ষা করছে এ জাতক-জাতিকার। চাকরির পাশাপাশি পারিবারিক জীবনেও সুখি থাকবে জাতক-জাতিকা। এই বছরে এতই কর্মঠ হয়ে উঠবে জাতক-জাতিকা। যে কোনও কাজেই কেউ হারতে পারবে না। একের পর এক ধাপ এগিয়ে যাবে তারা।

এসএমএম