• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ৮, ২০২১, ০৩:৫০ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৮, ২০২১, ০৩:৫১ পিএম

গৃহপরিচারিকাদের প্রতি চঞ্চলের সম্মান

গৃহপরিচারিকাদের প্রতি চঞ্চলের সম্মান

বিশেষ একটি দিনে নারীর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা....

ব্যাপারটা অনেকটাই লোক দেখানো। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে খুব ঘটা করেই, এরকম অনেক দিবসই পালিত হয়।

“....বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর”

এটা কি শুধুই কবিতার লাইন???
নাকি আমাদের বোধে আর বিশ্বাসেও এই সত্যটা আছে???
বিশেষ একটি দিনে নয়....

সারা বছর জুড়ে, ঘরে বাইরে সকল ক্ষেত্রে নারীর সম অধিকার প্রতিষ্ঠিত হোক....

করুণা নয়, যোগ্যতার বিচারে নারীর অগ্রযাত্রা অব্যাহত থাকুক.... মাতৃরুপী সকল নারীই সৃষ্টির আদি ইতিহাস....

বি: দ্র: একটি বিজ্ঞাপন চিত্রে আমি নারী চরিত্রে অভিনয় করেছিলাম। চরিত্রটি ছিল গৃহপরিচারিকার। নারী দিবসে, সকল গৃহপরিচারিকার প্রতি সম্মান ও ভালোবাসা।