• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২, ২০২১, ০১:৩১ পিএম
সর্বশেষ আপডেট : মে ২, ২০২১, ০১:৩১ পিএম

সত্যজিতের কাছে জয়ার ফিরে ফিরে আসা

সত্যজিতের কাছে জয়ার ফিরে ফিরে আসা

বামনদের ভূখণ্ডে তাঁর মাথা ছাড়িয়ে গিয়েছিল সবাইকে। আবার তিনি নিজেও এতটাই উঁচু হয়ে গিয়েছিলেন যে সবাইকে বামন বানিয়ে ছেড়েছিলেন।

কিশোরীবেলায় তাঁর লেখায় ছিল আমাদের আনন্দের পৃথিবী। কিছুটা বড়বেলায় তাঁর ছবি খুলে দিয়েছিল আমাদের মন। বাংলা হয়ে উঠেছিল আরও নিজের। বুঝেছিলাম, মানুষের অন্ত নেই।

পৃথিবীর এক ভাঙা কোণে ছবি বানিয়ে পৃথিবীর চলচ্চিত্রকে তুলে নিয়ে গিয়েছিলেন অনেক ওপরে।

আজ সত্যজিৎ রায়ের শততম জন্মদিন। আমরা এখনো ফিরে আসছি তাঁর ছবির কাছে। একশ বছর পরে বোধ করি আরও বেশি করে ফিরে আসতে হবে।

 

(সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষ্যে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ২ মে কথাগুলো লিখে শ্রদ্ধা জানান নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে।)