• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৮, ২০১৯, ০৫:২৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৮, ২০১৯, ০৫:২৬ পিএম

শূন্যপদ সৃষ্টি করে নিয়োগের দাবি ক্যাডার বঞ্চিত চিকিৎসকদের

শূন্যপদ সৃষ্টি করে নিয়োগের দাবি ক্যাডার বঞ্চিত চিকিৎসকদের
জাতীয় প্রেসক্লাবের সামনে বিশেষ বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার চিকিৎসকদের মানববন্ধন - ছবি : কাশেম হারুন

স্বাস্থ্য ক্যাডার থেকে বঞ্চিত ৩৯তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার চিকিৎসকরা শূন্যপদ সৃষ্টি করে তাদের নিয়োগের দাবি জানিয়েছেন। শনিবার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বলা হয়, ২০১৭ সালের এপ্রিল মাসে সারাদেশে ১০ হাজার চিকিৎসক নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা মোতাবেক বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দিতে ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার আয়োজন করে। এ পরীক্ষায় ৮ হাজার ৩৬০ জন লিখিত ও মৌখিক পরীক্ষায় যোগ্যতা অর্জন করলেও শূন্যপদের সংখ্যা কম হওয়ায় উত্তীর্ণ মাত্র ৪ হাজার ৫০০ জনকে ক্যাডার করে বাকিদের নন-ক্যাডার করা হয়েছে।

মানববন্ধনে হাজারো চিকিৎসক অংশ নেন।

আরএম/ এফসি