• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৯, ২০১৯, ০৩:২৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৯, ২০১৯, ০৩:২৫ পিএম

লবণ, তেল ও ধূমপানে ৭০ ভাগ মানুষের মৃত্যু হয়

লবণ, তেল ও ধূমপানে ৭০ ভাগ মানুষের মৃত্যু হয়
স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক- ছবি: সংগৃহীত

অসংক্রামক রোগের কারণে বিশ্বব্যাপী শতকরা ৭০ ভাগেরও বেশি মানুষ মারা যায়। রোগের ঝুঁকি কমিয়ে আনতে পারলে বেশিরভাগ অসংক্রামক রোগ প্রতিরোধ সম্ভব বলে জানান স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৯ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অসংক্রামক রোগের বিষয়ে সাংবাদিকদের এ কথা জানানো হয়।

মন্ত্রী বলেন, তেল, লবণ ও ভেজাল খাবার বেশি খাওয়ায় অসংক্রামক রোগ হয়। ইতোমধ্যে ক্যান্সার ও কিডনি রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন।

সারাজীবন এই রোগ থাকে। দেশে ৯ হাজার মানুষের পরীক্ষা করে এ তথ্য পাওয়া গেছে। সেখানে অসংক্রামক রোগের কারণ উল্লেখ করা হয়েছে- ধূমপান, তেল ও লবণ বেশি খাওয়া।

টিএইচ/টিএফ