• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ১৫, ২০১৯, ০১:১৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৫, ২০১৯, ০১:৩৬ পিএম

রোববার ভিসিকে স্মারকলিপি দেবে আন্দোলনকারীরা

রোববার ভিসিকে স্মারকলিপি দেবে আন্দোলনকারীরা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউতে) মেডিকেল অফিসার নিয়োগ নিয়ে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কনক কান্তি বড়ুয়াকে স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছে। আগামীকাল রোববার (১৭ জুন) সকাল ১১টার দিকে এই স্মারকলিপি প্রদান করা হবে। 

শনিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডক্টরস ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক আহসান হাবীব হেলাল।  

তিনি বলেন, আমাদের চাওয়া একটাই- এই বিতর্কিত পরীক্ষা বাতিল করে নতুন করে গ্রহণ করতে হবে।  

সাংবাদিকদের প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. বিজয় কুমার পাল বলেন, আমাদের ছোট ভাইরা (লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণরা) বিশ্ববিদ্যালয়ের ভেতর আনসার-পুলিশের হাতে মার খেয়েছে, তাদের কেউ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেউবা ছাত্রলীগ করেন। তাদের অভিভাবক হিসেবে আমরা স্বাচিপ নেতাকর্মীরা ভিসি স্যারের সঙ্গে দেখা করতে যাই। কিন্তু আমাদেরকেও পেটানো হয়। 

সংবাদ সম্মেলনে পরীক্ষা বাতিলের দাবি ছাড়াও সিনিয়র চিকিৎসকদের নামে করা মামলা প্রত্যাহার ও তদন্ত সাপেক্ষে পুলিশ-আনসারদের শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।  


আরএম/ একেএস