• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২০, ২০১৯, ০৫:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২০, ২০১৯, ০৫:৫৮ পিএম

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স 

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স 
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মেয়াদোত্তীর্ণ ওষুধের বিষয়ে জিরো টলারেন্স সরকারের।দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। কোনভাবেই মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় করতে দেয়া হবে না।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ফর্মেসি কাউন্সিলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে।প্রয়োজন হলে এ অভিযান আরো জোরদার করা হবে। 

অপর এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, নার্সিং অধিদপ্তরে আনেক নিয়োগ হয়ে থাকে। কোন নিয়োগ নিয়ে অভিযোগ উঠলে সে বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

এমএএম/বিএস