• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৩, ২০১৯, ০৪:২৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৩, ২০১৯, ০৪:২৯ পিএম

দেশে মেডিকেলের সংখ্যা ১১২টি : সংসদে স্বাস্থ্যমন্ত্রী

দেশে মেডিকেলের সংখ্যা ১১২টি : সংসদে স্বাস্থ্যমন্ত্রী
সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে বর্তমানে সরকারি বেসরকারি ও সেনাবাহিনী নিয়ন্ত্রিত মেডিকেল কলেজের সংখ্যা ১১২টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৬টি। বেসরকারি মেডিকেল কলেজ ৭০টি এবং বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত মেডিকেল কলেজ ৬টি। 

রোববার (২৩ জুন) জাতীয় সংসদে আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীর (রংপুর-২) এর প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

মন্ত্রী বলেন, এসব মেডিকেল কলেজের মধ্যে ৩৬টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৪০৬৮ টি আসন, বেসরকারি মেডিকেল কলেজে ৬২৩১টি আসন এবং সেনাবাহিনীর মেডিকেল কলেজে ৩৭৫ টি আসন বরাদ্দ রয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সার্বিক বিবেচনায় গুরুত্বপূর্ণ জেলা সমূহের সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করা হয়েছে। ভবিষ্যতে জেলার ভৌগলিক অবস্থান, জনসংখ্যার পরিমাণ, প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়ে জরিপ করে প্রয়োজনীয় মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হবে।

এইচএস/বিএস