• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৩, ২০১৯, ০৬:০৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৩, ২০১৯, ০৬:০৯ পিএম

সরকারি মেডিকেলে ৩৮২৯ শিক্ষক পদের ১৭৭২টি শূন্য

সরকারি মেডিকেলে ৩৮২৯ শিক্ষক পদের ১৭৭২টি শূন্য

বর্তমানে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও লেকচারারের ৩ হাজার ৮২৯টি পদের মধ্যে ১ হাজার ৭৭২টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ (স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ) মন্ত্রী জাহিদ মালেক।

জাতীয় সংসদে রোববার (২৩ জুন) কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. মজিবুল হকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, চিকিৎসা শাস্ত্রে দেশের মেডিকেল কলেজসমূহে পাঠদানের জন্য শিক্ষক স্বল্পতা নিরসনে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও লেকচারার পদে অনুমোদিত ৩ হাজার ৮২৯টি পদের মধ্যে ২ হাজার ৫৭টি পদে শিক্ষক কর্মরত আছে। অবশিষ্ট ১ হাজার ৭৭২টি পদে শিক্ষক নিয়োগের জন্য কার্যক্রম চলমান রয়েছে যা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। 

শূন্য পদের অধিকাংশই বেসিক সাবজেক্টের। এ বিষয়ে মন্ত্রণালয় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান মন্ত্রী।

এইচএস/বিএস