• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৮, ০৬:৪০ পিএম

বৈঠকে বসেছে ভিকারুননিসার গভর্নিং বডি

বৈঠকে বসেছে ভিকারুননিসার গভর্নিং বডি
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

 

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়নে অধ্যক্ষসহ তিন শিক্ষককে বরখাস্তের জন্য বৈঠকে বসেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্যরা।

এ ছাড়া শিক্ষার্থীদের ৬ দফা দাবির অন্যতম ‘গভর্নিং বডির সদস্যদের একযোগে পদত্যাগের’ বিষয়েও আলোচনা হবে বৈঠকে।

বুধবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বসার আগে গভর্নিং বডির চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়নে আমরা বৈঠকে বসছি। বৈঠক থেকে অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ তিন শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি একটি স্কুলের গভর্নিং বডির সব সদস্যের পদত্যাগ, এই দাবির বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, আমি এ বিষয়ে বডির অন্য সদস্যদের সঙ্গে কথা বলবো। গভর্নিং বডির পদত্যাগে স্কুল যেন শূন্য না হয় সে বিষয়ে আলোচনা করবো।

আনু/বিএস