• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১০, ২০১৯, ০৭:২৪ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১০, ২০১৯, ০৭:২৪ পিএম

ডেঙ্গু মোকাবেলায় সরকারের ‘অল আউট’ কর্মসূচি

ডেঙ্গু মোকাবেলায় সরকারের ‘অল আউট’ কর্মসূচি
ডেঙ্গুজ্বরাক্রান্ত রোগীর খোঁজ-খবর নিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক- ছবি : জাগরণ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু মোকাবেলায় সরকার ‘অল আউট’ কর্মসূচি নিয়েছে। ডেঙ্গু যাতে আর বেশিদূর এগোতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

শনিবার (১০ আগস্ট) দুপুরে ডেঙ্গু রোগীদের সর্বশেষ অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল মেডিকেল হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট পরিদর্শন করেন। এ সময় তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনকালে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহীউদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন উপস্থিত ছিলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে আবার প্রতিদিনই প্রায় সমপরিমাণ রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে চলেও যাচ্ছেন। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ডেঙ্গু রোগী কোনদিন বেশি বাড়ে আবার কোনদিন খুবই কম বাড়ে। তবে হাসপাতালে ভর্তির সংখ্যা প্রতিদিনই অল্প অল্প বাড়ছে। এক্ষেত্রে ভয় পাবার কোনও কারণ নাই। রোগীর সংখ্যা মাথায় রেখেই শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট, সোহরাওয়ার্দী হাসপাতালসহ চারটি হাসপাতালে অতিরিক্ত প্রায় ২ হাজার বেড প্রস্তুত রাখা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুরোগীদের যথাযথ সেবার দেয়ার জন্য স্বাস্থ্যখাতের সব কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। গঠিত হয়েছে একাধিক মনিটরিং সেল। বাড়ানো হয়েছে আইসিইউ বেডের সংখ্যা। 

আরএম/এসএমএম

আরও পড়ুন