• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৯, ০৪:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৬, ২০১৯, ০৪:৪৭ পিএম

২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গুরোগী ১,৭১৯ জন

২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গুরোগী ১,৭১৯ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ আগস্ট সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের ৬৩ জেলায় (রাজশাহী বাদে) ১ হাজার ৭১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর বাইরে ৯৬০ জন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরাধীন হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, নতুন আক্রান্তদের নিয়ে এ বছর (১৬ আগস্ট পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ৪৯ হাজার ৯৯৯ জনে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ হাজার ৭১৬ জন। ঢাকার বাইরে ৩,৭০১ জন স্থানীয় সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

সরকারি হিসাবে- ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪০ জন। এর মধ্যে ঢাকার ভেতর সরকারি হাসপাতালে ৬ জন, বেসরকারি হাসপাতালে ৩৩ জন এবং ঢাকার বাইরে একজন। তবে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী- মৃতের সংখ্যা একশর বেশি।

আরএম/ এফসি

আরও পড়ুন