• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৯, ০৬:২১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৯, ২০১৯, ০৬:২১ পিএম

হাসপাতালে কমছে ডেঙ্গুরোগীর ভর্তির সংখ্যা 

হাসপাতালে কমছে ডেঙ্গুরোগীর ভর্তির সংখ্যা 
হাসপাতালে ডেঙ্গু রোগী- ফাইল ছবি

একদিনের ব্যবধানে ঢাকা ও ঢাকার বাইরে ডেঙ্গুরোগী ভর্তির সংখ্যা যথাক্রমে ৭ ও ৫ শতাংশ কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা।

সোমবার (১৯ আগস্ট) ডেঙ্গু নিয়ে নিয়মিত ব্রিফিং এ এ তথ্য জানান তিনি। রোগ নিয়ন্ত্রণ শাখার সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে জানানো হয়- ১৮ আগস্ট সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত নতুন ভর্তিকৃত রোগী ১৬১৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২০৫০ জন। এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি হয়েছেন ৭৫৭, ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬ জন।

ওই ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা ৬৭৩৩জন, যা আগের ২৪ ঘণ্টার তুলনায় ৬ শতাংশ কম বলে উল্লেখ করেন সানিয়া তাহমিনা।

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আমরা খুবই আশাবাদী এই অবস্থার আরও উন্নতি ঘটবে খুব দ্রুতই। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা তো চলছেই।

আরএম/বিএস 
 

আরও পড়ুন