• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৯, ০৯:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৪, ২০১৯, ০৯:৪৩ পিএম

নতুন ১১৭৯ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

নতুন ১১৭৯ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি
মশার হাত থেকে বাঁচতে মশারি টানিয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা-ছবি : সংগৃহীত

২৩ আগস্ট সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা শহরসহ সারাদেশে এক হাজার ১৭৯ জন নতুন করে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা শহরে ৫৭০ ও ঢাকা শহরের বাইরে ৬০৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়- নতুন এক হাজার ১৭৯ জনসহ চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ৬২ হাজার ২১৭ জন। 

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৫ হাজার ৮৮১জন। বর্তমানে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৬ হাজার ২৮৯ জন। সরকারি-বেসরকারি মিলিয়ে ঢাকা শহরের ৪১টি হাসপাতালে ভর্তি ২ হাজার ৫১৮ জন। ঢাকার বাইরে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২ হাজার ৭৭১জন।

এখন পর্যন্ত ৪৭ জন ডেঙ্গুজ্বরের কারণে মৃত্যুবরণ করেছেন এমনটা স্বাস্থ্য অধিদফতর বললেও গণমাধ্যমের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা শতাধিক। 

আরএম/এসএমএম

আরও পড়ুন