• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৯, ২০১৯, ০৬:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৯, ২০১৯, ০৭:০১ পিএম

২৪ ঘণ্টায় ১১৮৯ জন নতুন ডেঙ্গুরোগী হাসপাতালে

২৪ ঘণ্টায় ১১৮৯ জন নতুন ডেঙ্গুরোগী হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় (২৮ আগস্ট সকাল ৮টা থেকে পরবর্তী) ১১৮৯ জন নতুন করে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫২৪ জন ঢাকা শহরে, ৬৬৫ জন ঢাকা শহরের বাইরে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক, চিকিৎসক আয়েশা আক্তার জানান, নতুন আক্রান্ত ১১৮৯ জন নিয়ে এ বছর ২৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ৬৮ হাজার ৪১০ জনে গড়িয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৩,২০০জন।

বর্তমানে ঢাকাসহ সারাদেশে ভর্তি আছেন ৫ হাজার ৩০ জন। এর মধ্যে ২৭৮৫জন ঢাকা শহরে। অন্যদিকে, ৫২ জন ডেঙ্গুজ্বরের কারণে মৃত্যুবরণ করেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

আরএম/ একেএস
 

আরও পড়ুন