• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০১৯, ০১:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১, ২০১৯, ০১:৩৮ পিএম

সাভারে ডেঙ্গুতে কলেজ শিক্ষকের স্ত্রীর মৃত্যু 

সাভারে ডেঙ্গুতে কলেজ শিক্ষকের স্ত্রীর মৃত্যু 

সাভারের এনাম মেডিকেলে কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা আক্তার (৪২) নামে এক কলেজ শিক্ষকের স্ত্রীর মৃত্যু হয়েছে। 

রোববার (১ সেপ্টেম্বর) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এডিমন ম্যানেজার ইউসুফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

মৃত খাদিজা বেগম সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্বামী হাবিবুর রহমান আশুলিয়া কলেজের সহকারী অধ্যাপক। তাদের গ্রামের বাড়ি বরিশালের ভান্ডারিয়া এলাকায় বলে জানা যায়। 

মৃতের স্বামী হাবিবুর রহমান জানান, গত ২৬ আগস্ট তার স্ত্রী খাদিজা বেগম জ্বরে আক্রান্ত হলে প্রথমে সাভারের সুপার ক্লিনিকে নিয়ে চিকিৎসা নেন। এসময় তার ডেঙ্গু ধরা পড়লেও শারীরিক অবস্থা তুলনামূলক ভাল থাকায় হাসপাতালে ভর্তি না রেখে খাদিজা বেগমকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে শনিবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত এনাম মেডিকেল হাসপাতালের আইসিওতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে সে মারা যায়।

এ বিষয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এডিমন ম্যানেজার ইউসুফ বলেন, গতকাল বিকালে আমাদের এখানে ভর্তি হয়েছিল খাদিজা। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওই কর্মকর্তা।

কেএসটি

আরও পড়ুন