• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০১৯, ০৬:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৩, ২০১৯, ০৬:৫৩ পিএম

‘ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদ্ধতির জন্য বছরব্যাপী গবেষণা দরকার’

‘ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদ্ধতির জন্য বছরব্যাপী গবেষণা দরকার’
‘ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদ্ধতি নির্ধারণে গবেষণার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় অতিথিরা - ছবি : জাগরণ

ডেঙ্গু নিয়ন্ত্রণে বছরব্যাপী গবেষণা ও কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের চিকিৎসায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে জরুরিভিত্তিতে দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপ নেয়া উচিত বলেও মনে করেন তারা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পরিবেশ বাঁচাও আন্দোলনে (পবা) উদ্যোগে ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদ্ধতি নির্ধারণে গবেষণার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় পরিবেশবাদীরা এসব কথা বলেন। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান। পবার চেয়ারম্যান আবু নাসের খান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন, পবার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. লেলিন চৌধুরী, প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক গবেষক পাভেল পার্থ, খেলাঘরের সাধারণ সম্পাদক রুনু আলী, বস্তিবাসী আন্দোলন সংগঠক হোসনে আরা বেগম, বিসিএইচআরডি চেয়ারম্যান মাহবুব হক ও মো. মমতাজুর রহমান মোহন, বাংলাদেশ গ্রীণ রুফ মুভমেন্ট সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. গোলাম হায়দার, কবি কামরুজ্জামান ভূইয়া, হিলের সভাপতি জেবুন নেসা, পবা সদস্য রাজিয়া সামাদ ও সাবিনা নাঈম সভায় বক্তব্য রাখেন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেন, কোনোভাবেই মশা মারতে গিয়ে পরিবেশের কোনো ক্ষতি করতে চাই না। তবে আমরা যেসব কীটনাশক ব্যবহার করছি বা অন্যান্য যেসব নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে তা পরিবেশের ক্ষেত্রে কী প্রভাব ফেলছে তা আমাদের গবেষণা করতে হবে। মেট্রোরেল, বৃহৎ স্থাপনা, নির্মাণাধীন ভবন, চিড়িয়াখানাসহ মানুষের বাসাবাড়িতেও এডিস মশা পাওয়া গেছে। আমাদের ঘর থেকে বৃহৎ স্থাপনা- সব মশামুক্ত করতে হলে সবাইকে একসঙ্গে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে হবে। নাগরিকদের আরো সচেতন হতে হবে। আমরা প্রতিটি স্কুলে স্কুল সচেতনতা কাজ শুরু করেছি। আমরা চাই সকল নাগরিক ও সকল কর্তৃপক্ষকে নিয়ে বছরব্যাপী ডেঙ্গু নির্মূল কর্মসূচি।

টিএস/ এফসি

আরও পড়ুন