• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০১৯, ০৫:০৬ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৪, ২০১৯, ০৫:০৮ পিএম

২৪ ঘণ্টায় ৮২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

২৪ ঘণ্টায় ৮২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

রাজধানী ঢাকাসহ সারা দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় (৩ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে পরবর্তী) ৮২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা শহরে ৩৪৫ জন, ঢাকার বাইরে ৪৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী- নতুন আক্রান্ত ৮২০ জন নিয়ে এ বছর (জানুয়ারি থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত) ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৫৬৫ জনে।

বর্তমানে ঢাকা শহরের ৪১টি হাসপাতালে ১৯৮৯ ও ঢাকার বাইরে ১৫৯৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের কাছে মৃত্যু পর্যালোচনার জন্য ১৯৭টি দেহ এসেছে। এর মধ্যে ৫৭ জন ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত হয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট।

আরএম/একেএস

আরও পড়ুন