• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০১৯, ০৬:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৪, ২০১৯, ০৬:৫৭ পিএম

ঢাকা মেডিকেলে ডেঙ্গুজ্বরে ব্যবসায়ীর মৃত্যু

ঢাকা মেডিকেলে ডেঙ্গুজ্বরে ব্যবসায়ীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেলোয়ার হোসেন (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকালে সংশ্লিষ্ট হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারের মৃত্যু হয়। 

মৃত দেলোয়ারের মেয়ের জামাই রফিকুল ইসলাম জানান, ৫-৬ দিন আগে সে জ্বরে আক্রান্ত হয়। রাজধানীর কামরাঙ্গীর চরে স্থানীয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছিলেন দেলোয়ার। এতে জ্বর না কমে তার অবস্থার অবনতি হচ্ছিল। গতকাল রোববার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। 

এ ব্যাপারে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, দেলোয়ারের স্বজনরা আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দাফনের উদ্দেশ্যে নিয়ে গেছেন।

ব্যবসায়ী দেলোয়ার শরীয়তপুর জেলার জাজিরা থানার পুরাতন বাজার এলাকার মৃত আব্দুল বেপারীর ছেলে। তিনি স্বপরিবারে কামরাঙ্গির চর এলাকায় থাকতেন। কামরাঙ্গীরচরে তার একটি জুতা কারখানা রয়েছে। 

এইচএম/টিএফ

আরও পড়ুন