• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৯, ১০:৫৮ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৫, ২০১৯, ১১:০০ এএম

স্বাস্থ্য প্রশিক্ষণের নামে কোটি টাকা লোপাট, তদন্তে দুদক

স্বাস্থ্য প্রশিক্ষণের নামে কোটি টাকা লোপাট, তদন্তে দুদক

বিদেশে প্রশিক্ষণের নামে স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীদের কোটি কোটি টাকা লোপাটের ঘটনায় তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ তদন্ত করছেন দুদকের উপ-পরিচালক মো. আলী আকবর।

সোমবার (১৫ অক্টোবর) তদন্তের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বক্তব্য গ্রহণ করা হয়। পর্যায়ক্রমে অধিদফরের আরও ৭ কর্মকর্তা-কর্মচারীর বক্তব্য গ্রহণ করবে দুদক।

দুদক সূত্র জানায়, আগামী ২০ অক্টোবর মেডিকেল এডুকেশন এন্ড হেলথ ম্যানপওয়ার ডেভেলপমেন্ট শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. নাছির উদ্দিন, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. শামীম আল মামুন ও ডা. মোস্তফা কামাল পাশার বক্তব্য গ্রহণ করা হবে। ২১ অক্টোবর একই শাখার কম্পিউটার অপারেটর (আউট সোসিং) সুবাষ চন্দ্র দাশ, অফিস সহকারী মো. আলমগীর অতিরিক্ত মহাপরিচালকের দফতরের কম্পিউটার অপারেটর কাম-সাঁট মুদ্রাক্ষরিক লায়েল হাসানের বক্তব্য গ্রহণ করা হবে।

আরএম/একেএস

 

আরও পড়ুন