• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০১৯, ০৭:২৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৯, ২০১৯, ০৭:২৩ পিএম

‘পাঠ্যপুস্তকে ডেঙ্গু অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে’

‘পাঠ্যপুস্তকে ডেঙ্গু অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে’
সেমিনারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সময়বায় মন্ত্রী তাজুল ইসলামসহ অন্যান্যরা -ছবি : জাগরণ

পাঠ্যপুস্তকে ‘ডেঙ্গুবিষয়ক লেখা বা রচনা’ অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সময়বায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধ সেল গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। আর এটা গঠনে স্থানীয় সরকার মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে আয়োজিত ’বাংলাদেশে বাহিত রোগ : সমন্বিত ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এ জন্য বিভিন্ন মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে।

বিশেষ অতিথি তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, আন্তঃমন্ত্রণালয়ের মাধ্যমে ডেঙ্গু নিয়ে কাজ করা জরুরি।

সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সিজিএসের ভাইস চেয়ারম্যান ডা. মনজুর আহমেদ চৌধুরী।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক কামরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মমিনুর রহমান মামুনসহ আরও অনেকে। 

আরএম/এসএমএম

আরও পড়ুন