• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০১৯, ০৬:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৪, ২০১৯, ০৭:০০ পিএম

নুসরাত হত্যা মামলার রায়

মেয়েটার কষ্ট ভুলতে পারি না : সামন্ত লাল সেন

মেয়েটার কষ্ট ভুলতে পারি না : সামন্ত লাল সেন
ডা. সামন্ত লাল সেন -ছবি : জাগরণ

শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উপদেষ্টা ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘নৃশংস হত্যার শিকার নুসরাতের কান্না, ভোগ করা তীব্র কষ্ট-যন্ত্রণা ও বাঁচার আকুতি আজও মনে পড়ে। মেয়েটার কষ্ট ভুলতে পারি না’।

নুসরাত হত্যার ঘটনায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অধ্যক্ষ সিরাজসহ ১৬ জনের ফাঁসি রায় ঘোষণার পর দৈনিক জাগরণের কাছে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সামন্ত লাল সেন আরও বলেন, মেয়েটা কী যে যন্ত্রণা ভোগ করেছে, ভাষায় প্রকাশ করার মত নয়। খুব কষ্ট করে খালি বলত, স্যার আমাকে বাঁচান, খুব খারাপ লাগছে, সহ্য হচ্ছে না। কথাগুলো আজও মনে পড়ে।

তিনি বলেন, অপরাধীদের শাস্তি বাস্তবায়ন হলে মেয়েটার আত্মা শান্তি পাবে। অনেক যন্ত্রণা ভোগ করেছে মেয়েটা।

গত ৬ এপ্রিল ঘটনার পর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফেনী সদর হাসপাতাল হয়ে মারাত্মক দগ্ধ নুসরাতকে ভর্তি করা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে। সেখানে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। এতে সামন্ত লাল সেনও ছিলেন। ১০ এপ্রিল রাতে ৮০ শতাংশ দগ্ধ নুসরাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

আরএম/একেএস

আরও পড়ুন