• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০১৯, ০৬:২৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৯, ২০১৯, ০৬:২৩ পিএম

বাজারের গুঁড়ো দুধে সহনীয় মাত্রার সিসা

বাজারের গুঁড়ো দুধে সহনীয় মাত্রার সিসা

বাজারে প্রচলিত গুঁড়ো দুধে সিসা সহনীয় মাত্রায় আছে বলে জানতে পেরেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সম্প্রতি পরীক্ষা শেষে ফল প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এই পরীক্ষা শেষ করতে এক মাসের কিছু বেশি সময় লেগেছে।

পরীক্ষার আওতায় পড়েছিল- ল্যাক্টোজেন-১ স্টারটার ইন্সট্যান্ট ফর্মুলা, ল্যাক্টোজেন-৪ গ্রোয়িং আপ পাউডার, নেসলে এভরিডে মিল্ক পাউডার, ডানো ফুল ক্রিম মিল্ক পাউডার, ডানো লো ফ্যাট মিল্ক পাউডার, ডানো ডেইলি পুষ্টি মিল্ক পাউডার, ডিপ্লোমা ইন্সট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার, আমা ফুল ক্রিম মিল্ক পাউডার, মিল্ক কিং, স্টারশিপ ফুল ক্রিম মিল্ক পাউডার, গ্রিন ল্যান্ড ফুল ক্রিম মিল্ক পাউডার, নিডো ফরটি গ্রো, ল্যাক্টোজেন-৩, টুডে ফুল ক্রিম মিল্ক পাউডার, নেসলে সেরেলাক স্টেজ-২, নেসলে সেরেলাক স্টেজ-৩, এল্ডোববি, ল্যাক্টোজেন, নেসলে নেসলে সেরেলাক স্টেজ-১, ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার, মার্কস গোল্ড লো ফ্যাট মিল্ক পাউডার, মার্কস অ্যাক্টিভ স্কুল ফুল ক্রিম মিল্ক পাউডার, মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার, আড়ং ডেইরি, মিল্ক ভিটা। এসব দুধ বাজার থেকে সংগ্রহ করা হয় বলে জানায় প্রতিষ্ঠানটি।

নিরাপদ কর্তৃপক্ষের পরিচালক আবু শহীদ সালেহ মোহাম্মদ জুবেরি জানান, গুঁড়ো দুধ পরীক্ষা নিয়মিতভাবে করা শুরু করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। পরীক্ষার ফলাফলও নিয়মিত জানাবে প্রতিষ্ঠানটি।

আরএম/টিএফ
 

আরও পড়ুন