• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০১৯, ০২:১৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩১, ২০১৯, ০৪:২০ পিএম

রূপনগরে বিস্ফোরণ : কার কী আঘাত, কী অবস্থা

রূপনগরে বিস্ফোরণ : কার কী আঘাত, কী অবস্থা
আহত শিশুদের হাসপাতালে নেয়া হচ্ছে- ছবি: গতকালের

ঢাকার মিরপুরের রূপনগরে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি ৬ জনের মধ্যে ৬ বছর বয়সী মিজানের অবস্থা আশঙ্কাজনক। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

তার ভুঁড়ির কিছু অংশ বের হয়ে গিয়েছিল এবং মাথায় আঘাত লেগেছিল বলে দৈনিক জাগরণকে জানান মিজানের প্রতিবেশি রমজান।

ঢামেক হাসপাতালে ভর্তি অন্যরা হচ্ছেন- গ্যাস বেলুন বিক্রেতা আবু সাঈদ (২৯), স্থানীয় বাসিন্দা জুয়েল (২৫), জান্নাত (২৫), জনি (১০) এবং সিয়াম (১১)।

ঢামেক সূত্রে জানা গেছে, ঢামেকের অর্থোপেডিক্স বিভাগে পুলিশের হেফাজতে চিকিৎসা চলছে আবু সাঈদের। বিস্ফোরণে তার ডান হাতের আঙ্গুল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

জুয়েলের ডান হাত ভেঙেছে ও জান্নাতের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি দেহের বিভিন্নস্থানে হালকা-মাঝারি আঘাত লেগেছে।  

জনির মুখমণ্ডল ও দাঁতের মাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসকদের পরামর্শে তাকে নেয়া হয়েছিল ঢাকা ডেন্টাল কলেজে। সেখান থেকে চিকিৎসা শেষে আবার ঢাকা মেডিকেলে আনা হয়।

সিয়ামের বুকের অংশে ৫ শতাংশ পুড়ে গেছে। তার চিকিৎসা চলছে ঢামেকের বার্ন ইউনিটে।

ঢামেক হাসপাতালের আবাসিক মেডিকেল সার্জন মো. আলাউদ্দিন জানান, চিকিৎসাধীনদের মধ্যে মিজানই আশঙ্কাজনক অবস্থায় আছে। বাকিদের অবস্থাও এখন ভাল বলা যাচ্ছে না। আরও কিছুদিন যাক, তারপরই চূড়ান্ত মন্তব্য করা সম্ভব।  

আরএম/টিএফ
 

আরও পড়ুন