• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০১৯, ০৮:৪৭ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৮, ২০১৯, ০৮:৪৮ এএম

ঢাকায় আসছেন বিশ্বখ্যাত ট্রান্সপ্লান্ট মারওয়ান মারসি

ঢাকায় আসছেন বিশ্বখ্যাত ট্রান্সপ্লান্ট মারওয়ান মারসি
বিশ্বখ্যাত ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ অধ্যাপক মারওয়ান মারসি

গণস্বাস্থ্য কেন্দ্র আয়োজিত দুই দিনব্যাপী নেফ্রোলজি সম্মেলনে অংশ নিতে ঢাকায় আসছেন বিশ্ব ট্রান্সপ্লান্ট সোসাইটির সদস্য, এক্সপেরিমেন্টাল ও ক্লিনিকেল ট্রান্সপ্লান্টেশন, ড্রাগ ও থেরাপিউটিক, আর্ন্তজাতিক জার্নাল অব এনজাইমোলজী ও চায়না মেডিকেল জার্নালের সম্পাদক বিশ্বখ্যাত ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ অধ্যাপক মারওয়ান মারসি।

গণস্বাস্থ্য নগরের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৯ ও ৩০ নভেম্বর ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে যোগদানের পূর্বে ২৮ নভেম্বর ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার বীর উত্তম মিলনায়তনে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে মানব দেহের অঙ্গদান সম্পর্কিত তথ্য বিনিময় করবেন অধ্যাপক মারওয়ান মারসি।

তিনি দুই দিনব্যাপী আয়োজিত আন্তর্জাতিক নেফ্রোলজি সম্মেলনের দ্বিতীয় দিনে (৩০ নভেম্বর) রেনাল ট্রান্সপ্লান্টেশন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন।

আরএম/টিএফ

আরও পড়ুন