• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০১৯, ১২:০৭ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৩, ২০১৯, ১২:০৭ এএম

ভিপি নুরকে দেখতে হাসপাতালে আওয়ামী লীগ নেতারা

যে মঞ্চেরই হোক দোষীদের ছাড় দেয়া হবে না : নানক

যে মঞ্চেরই হোক দোষীদের ছাড় দেয়া হবে না : নানক
হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আ ফ ম বাহাউদ্দিন নাসিম- দৈনিক জাগরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক। 

রোববার (২২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। সাংবাদিকদের সাথে কথা বলার সময় উপস্থিত ছিলেন ভিপি নুরের বাবা। 

নানক বলেন, যে দুষ্কৃতিকারীরা হামলার প্রচেষ্টা চালিয়েছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। যে মঞ্চের নামেই এ ধরনের ঘটনা ঘটানো হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না। 

সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে নানক আরও বলেন, শিক্ষার পরিবেশ ধরে রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
এ সময় কোটা সংস্কার নেতা-কর্মীরা বিভিন্ন শ্লোগান দিলে, 'নানক তাদের বিষয়ে বলেন, আমরা হাসপাতালে এসেছি মানবিক কারনে, কিন্তু যারা শ্লোগান দিচ্ছে তাদের উদ্দেশ্য কী তাও আইন শৃঙ্খলাবাহিনী খতিয়ে দেখছেন।'

প্রসঙ্গত, রোববার দুপুরে ঢাবির ডাকসু ভবনের নিজ কার্যালয়ে হামলার শিকারকার হন ভিপি নুরুল হক নুর ও তার সহকর্মীরা।
এএইচএস /এসকে