• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০১৯, ০১:১৫ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৬, ২০১৯, ০২:২৮ পিএম

ইসি মাহবুবের পদত্যাগ চাইলেন তথ্যমন্ত্রী

ইসি মাহবুবের পদত্যাগ চাইলেন তথ্যমন্ত্রী
গণমাধ্যমের সাথে কথা বলছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ- ছবি : জাগরণ

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার স্বপদে থেকে কমিশনের সংস্কার চাওয়ার আগে তাকে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, তার কমিশনবিরোধী বক্তব্য কমিশনকে প্রশ্নবিদ্ধ করবে না। তিনি বিভিন্ন সময়ে এসব কথা বলে আলোচনায় থাকতে চান।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সম-সাময়িক প্রসঙ্গে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বুধবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ইসি কার্যালয়ে একটি ট্রেনিং অনুষ্ঠানে বর্তমান কমিশনের সংস্কার দাবি করে বলেন, ‘‘নির্বাচন প্রক্রিয়া সংস্কার না হলে খুলনা এবং গাজীপুরের মতই ঢাকায় আর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।’’

তথ্যমন্ত্রী বলেন, স্বপদে থেকে ইসি মাহবুব তালুকদারের এ ধরনের বক্তব্য সমীচীন নয়। তা না হলে তার ব্যর্থতা আত্মপ্রবঞ্চনা হয়। পদত্যাগ করেই সমালোচনা করা বাঞ্ছনীয়।

ড. হাছান মাহমুদ বলেন, সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে ছবিযুক্ত ভোটার তালিকা হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার সংস্কার এটা চলমান প্রক্রিয়া। দ্বিমত পোষণ করেই মাহবুব তালুকদার আলোচনায় থাকতে চান।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশ নেয়ার সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী।

এমএএম/এসএসএম

আরও পড়ুন