• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২০, ০৯:১৯ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৬, ২০২০, ০৯:২১ এএম

সোয়াইন ফ্লুতে মারা যাননি ফজিলাতুন নেসা বাপ্পি

সোয়াইন ফ্লুতে মারা যাননি ফজিলাতুন নেসা বাপ্পি
ফজিলাতুন নেসা বাপ্পি-ফাইল ছবি

সাবেক সংসদ সদস্য ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর অ্যাডভেকেট ফজিলাতুন নেসা বাপ্পি সোয়াইন ফ্লুতে মারা যাননি বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদফতর। 

বাংলাদেশে সোয়াইন ফ্লুর কোনও অস্তিত্ব নেই বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব ও গবেষণা প্রতিষ্ঠান, আইইডিসিআর।

রোববার (৫ জানুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ ও আইইডিসিআর’র প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. এস এম আলমগীর হোসেন। 

ডা. আবুল কালাম আজাদ বলেন, কিছু গণমাধ্যমে সোয়াইন ফ্লুতে ফজিলাতুন নেসা বাপ্পির মৃত্যু হয়েছে—  এমন তথ্য প্রকাশ করেছে। যা সত্য নয়। তার শরীরে ইনফ্লুয়েঞ্জার জীবাণু পাওয়া গেছে। মূলত বাংলাদেশের ঋতুকালীন সাধারণ ফ্লু। এর সঙ্গে সোয়াইন ফ্লুর কোনও সম্পর্ক নেই।

তিনি দাবি করে বলেন, সোয়াইন ফ্লু নয়, কেউ কেউ সিজনাল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হচ্ছেন। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইনফ্লুয়েঞ্জার হওয়ার সময়। তাই শীত মৌসুমে ভয়ের কিছু নেই। সিজনাল ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন ও পর্যাপ্ত ওষুধ রয়েছে। এ রোগে মৃত্যুহার একভাগেরও কম। তবে হৃদরোগ, হাঁপানি, জটিল শ্বাসকষ্টসহ অন্য রোগ থাকলে ঝুঁকি বাড়ে।

এসএমএম

আরও পড়ুন