• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২০, ০৪:১৬ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৩০, ২০২০, ০৪:২৮ পিএম

চীনফেরত জ্বরাক্রান্ত বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি

চীনফেরত জ্বরাক্রান্ত বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ● ওয়েবসাইট

চীনফেরত জ্বরাক্রান্ত এক বাংলাদেশিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যপরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে গভীর পর্যবেক্ষণে রেখেছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, বুধবার (২৯ জানুয়ারি) রাতে চীন থেকে ঢাকায় আসেন ওই তরুণ। তিনি চীনের একটি প্রদেশে এক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। তবে তিনি চীনের উহান প্রদেশ থেকে আসেননি। শাহজালাল বিমানবন্দরে আসার পর থার্মাল স্ক্যানারে তার জ্বর ধরা পড়ে।

সেসময় তার শরীরের তাপমাত্রা ছিল ১০০ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট। তিনদিন ধরে তার শরীরে জ্বর রয়েছে। জ্বর থাকায় তাকে বিমানবন্দরে কোয়ারেন্টাইনে রাখা হয়। সকালে তার শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এরপর তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. এএসএম আলমগীর বলেন, শরীরের তাপমাত্রা বেশি থাকায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইইডিসিআরকে বিষয়টি জানানো হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এ শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত নন, ঠান্ডাজনিত জ্বরে আক্রান্ত।

এসএমএম

আরও পড়ুন