• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২০, ০৫:০৪ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২, ২০২০, ০৫:০৪ পিএম

চীনে নতুন আতঙ্ক বার্ড ফ্লু

চীনে নতুন আতঙ্ক বার্ড ফ্লু
- ছবি: অ্যান্টিগুয়া অবজারভার

করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে চেষ্টার কোনো কমতি রাখছে না চীন। তবুও রহস্যময় এই ভাইরাসের বিস্তার রোধ করা যাচ্ছে না। বরং দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। এমন পরিস্থিতিতে চীনে এবার দেখা দিয়েছে বার্ড ফ্লু আতঙ্ক।

চীনের কৃষি ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে শনিবার (১ ফেব্রুয়ারি) এ খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম শিনহুয়া।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে আক্রান্ত চীনে এবার এইচ৫এন১ ভাইরাসজনিত রোগ বার্ড ফ্লু দেখা দিয়েছে। হুনান প্রদেশের শাওয়্যাং শহরের একটি পোল্ট্রি ফার্মে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, এই ফ্লু পাখি থেকে মানবদেহে সংক্রমণ করে। এ কারণে ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কায় এর মধ্যেই মেরে ফেলা হয়েছে ১৭ হাজার ৮২৮টি মুরগি।

এ দিকে চীনের কৃষি ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ওই পোল্ট্রি ফার্মে ৭ হাজার ৮৫০টি মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৪ হাজার ৫০০টি মুরগি। পরিস্থিতি বিবেচনায় মানবদেহে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কায় পোল্ট্রি ফার্মটির মুরগিগুলোকে মেরে ফেলা হচ্ছে।

এসকে