• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২০, ০৯:২৭ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৩, ২০২০, ০৯:৩৬ এএম

হাসপাতালে ভর্তি চীনফেরত ৮ জন সুস্থ

হাসপাতালে ভর্তি চীনফেরত ৮ জন সুস্থ
সংগৃহীত ছবি

উহানফেরত হাসপাতালে ভর্তি ৮ জনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তাদের শরীরে করোনাভাইরাস আছে কিনা সে বিষয়ে স্বাস্থ্য পরীক্ষার ফল জানা যাবে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি)।

রোববার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমকে তিনি জানান, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাস আক্রান্ত কেউ শনাক্ত হয়নি।

বিশ্বের অনেক দেশ চীন থেকে তাদের নাগরিকদের ফেরত নিচ্ছে। শনিবার (১ ফেব্রুয়ারি) চীনের উহান থেকে ফেরত আনা হয় ৩১৪ জন বাংলাদেশিকে। শরীরে জ্বর থাকায় হাসপাতালে নেয়া হয় ৮ জনকে। শনিবারই করোনাভাইরাস সন্দেহে তাদের প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়। তারা আক্রান্ত কিনা তা জানা যাবে আজ সোমবার।

ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এখন থেকে বিদেশফেরত সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বাস্থ্যমন্ত্রী জানায়, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এখন থেকে বিদেশ থেকে আসা সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

করোনাভাইরাস দিন যত যাচ্ছে বাড়ছে প্রকোপ, বাড়ছে আতঙ্ক। প্রতিদিনই ছড়াচ্ছে নতুন এলাকায়, নতুন দেশে। মিউটেশন হয়ে ভাইরাসের ধরন বদলাচ্ছে। ফলে কার্যকর ওষুধ ও ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি। তবে দিন যত গড়াচ্ছে জটিল হচ্ছে পরিস্থিতি ।

এখনও প্রতিদিন চার থেকে পাঁচশ যাত্রী চীন থেকে ফিরছেন। আরও কয়েকশ যাত্রী ফিরেছেন বিভিন্ন দেশ থেকে।

চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি চীন ফেরত যাত্রীদের ১৪ দিন আলাদা করে রাখা দরকার। হজ ক্যাম্পের অস্থায়ী কোয়ারেনটাইন স্টেশনকে আরেও আধুনিক করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এসএমএম

আরও পড়ুন