• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৩, ২০২০, ০৪:১০ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৩, ২০২০, ০৪:৪২ পিএম

কোভিড-১৯

আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬

আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬
অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ● সংগৃহীত

বাংলাদেশে নতুন করে আরও ৬ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে ৩৩ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

এই ছয়জনের মধ্যে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হলো।

পুরনোদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সোমবার (২৩ মার্চ) অনলাইন সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানান।

নতুনদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে দেশে একজন চিকিৎসক ও দু’জন সেবিকা করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

ছয়জনের মধ্যে পুরুষ তিনজন, নারী তিনজন।

আক্রান্ত মোট ৩৩ জনের মধ্যে ১৫জন ঢাকার বাসিন্দা।

নতুন করে আক্রান্ত ৬ জনেবর মধ্যে ২০ থেকে ৩০ এর মধ্যে ১ জন, ৩০ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন। ৪০ থেকে ৫০ বয়সের মধ্যে ১ জন, ষাটোর্ধ ২ জন।

তাদের মধ্যে দেশের বাইরে থেকে এসেছেন দু’জন। ভারত ও বাহরাইন থেকে তারা এসেছিলেন।

এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন

আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, এখন পর্যন্ত যে ৩৩জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের দুই তৃতীয়াংশ পুরুষ, এক তৃতীয়াংশ নারী।।

তাদের মধ্যে ১০ বয়সের নিচে আছে ২ জন, ১০ থেকে ২০ বছর বয়সের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে ৯ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ১ জন এবং ৬০ বছরের উর্ধ্বে আছেন ১ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা শহরে। এই ৩৩ জনের মধ্যে ১৫জনই ঢাকা শহরের বাসিন্দা।

মাদারীপুরে আক্রান্ত হয়েছে ১০জন, নারায়ণগঞ্জে আছেন ৩ জন, গাইবান্ধায় ২ জন, কুমিল্লাতে ১ জন, গাজীপুরে ১ জন এবং চুয়াডাঙ্গায় ১ জন।

সংক্রমিতদের মধ্যে অন্য দেশ থেকে ভ্রমণ করে এসেছেন ১৩জন। বাকি ২০জনই কোনও না কোনওভাবে তাদের মাধ্যমে সংক্রমিত হয়েছেন।

এসএমএম