• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১, ২০২০, ১০:২৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১, ২০২০, ১০:২৬ পিএম

বঙ্গবন্ধু মেডিকেলে মাত্র ৪ ঘণ্টায় মিলবে করোনা পরীক্ষার ফল

বঙ্গবন্ধু মেডিকেলে মাত্র ৪ ঘণ্টায় মিলবে করোনা পরীক্ষার ফল
দেশের যে কোনও জায়গা থেকে আনা নমুনাও পরীক্ষা করা হবে ● সংগৃহীত

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাত্র ৪ ঘণ্টায় পাওয়া যাবে, কোভিন-১৯ বা নভেল করোনাভাইরাস পরীক্ষার ফল। সাবেক বেতার ভবনের তৈরি ল্যাব প্রস্তুত সেবা দেয়ার জন্য।

উপসর্গ নিয়ে যে কেউ চিকিৎসকের পরামর্শও নিতে পারবেন সেখানে।

বুধবার (১ এপ্রিল) হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর চাপ বাড়লে আইসোলেশন ওয়ার্ডও খোলা হবে।

ফিভার ক্লিনিক। জ্বর, সর্দি, কাশি নিয়ে কেউ এলে তার জন্য প্রস্তুত চিকিৎসকরা। প্রাথমিক পর্যবেক্ষণে সন্দেহভাজনদের পরীক্ষার জন্য চিকিৎসকের নিদের্শনা পেলেই নমুনা যাবে করোনা পরীক্ষার ল্যাবে।

করোনা সঙ্কট মোকাবেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাবেক বেতার ভবনে তৈরি করেছে এই ফিভার ক্লিনিক। সংক্রমন এড়াতে পর্যাপ্ত সুরক্ষাসমেত চিকিৎসকরা দায়িত্ব পালন করবেন। পরীক্ষার জন্য নমুনা নেয়া হবে দুপুর ১টা পর্যন্ত। সর্বোচ্চ ৪ ঘণ্টাতেই মিলবে ফল।

আইইডিসিআর থেকে এরই মধ্যে ফিভার ক্লিনিকের ল্যাবে আনা হয়েছে ২৪০টি কিট। প্রতি ব্যাচে ৯৩ টি নমুনা পরীক্ষা করা যাবে এখানে। প্রয়োজনে দেশের যে কোনও জায়গা থেকে আনা নমুনাও পরীক্ষা করা হবে।

ফিভার ক্লিনিকের দোতলার কক্ষগুলোও তৈরি করা হচ্ছে। দরকার হলে এগুলোকেই রূপান্তর করা হবে আইসোলেশন ওয়ার্ডে।

এসএমএম