• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২, ২০২০, ০৪:৪০ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২, ২০২০, ০৪:৪০ এএম

করোনা নিয়ে আর ব্রিফ করবে না আইইডিসিআর

করোনা নিয়ে আর ব্রিফ করবে না আইইডিসিআর

করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে আর সংবাদ সম্মেলন করবে না জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডসিআর)। এখন থেকে এ বিষয়ে নিয়মিত ব্রিফ করবে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তররের একটি সূত্র  এ তথ্য নিশ্চিত করেছে। তবে ঠিক কী কারণে আইইডিসিআর ব্রিফ করবে না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি ওই সূত্রটি।

কোভিড-১৯ নিয়ে শুরু থেকে সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআর নিয়মিত সংবাদ সম্মেলন করে তথ্য দিয়ে আসছিল।

এ বিষয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ব্রিফ তো চলছে। আমরা তো সবসময় স্বাস্থ্য অধিদপ্তর থেকেই ব্রিফ করেছি। এখনো স্বাস্থ্য অধিদপ্তরের কেউ না কেউ করছেন।

তিনি বলেন, আইইডিসিআরের হিসেবে আমরা কখনো ব্রিফ করিনি। এতো দিন ব্রিফি করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে।

এসকে