• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২, ২০২০, ০৪:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২, ২০২০, ০৪:৫৪ পিএম

‘এ মাসের মধ্যেই করোনার অ্যান্টিবডি পরীক্ষা সম্ভব’

‘এ মাসের মধ্যেই করোনার অ্যান্টিবডি পরীক্ষা সম্ভব’
আমেরিকান চিকিৎসক ও গবেষক ডেবোরাহ ব্রিক্স

আমেরিকান চিকিৎসক ও গবেষক ডেবোরাহ ব্রিক্স হোয়াইট হাউসে জানিয়েছেন, এই মাসের মধ্যেই করোনাভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষা করা সম্ভব হবে। 

তিনি বলেন, প্রয়োজনীয় এলাইজা বানাতে এন্টিজেন্ট ও অনলাইনের নিয়ন্ত্রণ নেয়ার জন্যে দেশের সব বিশ্ববিদ্যালয় এবং স্টেটগুলোকে বলে দিয়েছি। যাতে পুরো স্বাস্থ্যখাতের সবার পরীক্ষা করা যায়।

এলাইজা বা এঞ্জাইম ইমিউনোসর্বড পরীক্ষার সাথে ওতোপ্রোতভাবে সংশ্লিষ্ট এবং রক্তে তা অ্যান্টিবডির সংখ্যা পরিমাপ করে। যদি এই পরীক্ষা সফল হয় তাহলে এরইমধ্যে এই ভাইরাস থাকা সত্ত্বেও যারা সুস্থ রয়েছে তাদের শনাক্ত করা যাবে।

বিশেষজ্ঞরা জানান, যদি কারও ভেতরে এই ভাইরাস থাকার পরেও সুস্থ থাকে এবং অ্যান্টিবডি তৈরি হয়, তার মানে তাদের দেহ ওই রোগ প্রতিরোধে সক্ষমতা অর্জন করেছে।

ব্রিক্স আরও বলেন, এই পরীক্ষা মেডিকেলকর্মীদের খুঁজে পেতে সহায়তা করবে যাদের করোনা হয়েছিল কিন্তু তারা তা জানতোই না। চ্যানেলটোয়েন্টিফোর।

এসএমএম