• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২০, ০৫:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৭, ২০২০, ০৫:৩৮ পিএম

জ্বর-শ্বাসকষ্টে ৭ জেলায় ৭ জনের মৃত্যু, নমুনা সংগ্রহ

জ্বর-শ্বাসকষ্টে ৭ জেলায় ৭ জনের মৃত্যু, নমুনা সংগ্রহ

জ্বর, কাশি ও শ্বাসকষ্টে দেশের ৭ জেলায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সোমবার (৬ এপ্রিল) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মারা যান একজন। নেত্রকোনো, খুলনার, কিশোরগঞ্জ, লালমনিরহাট, গাজীপুর ও ঝালকাঠিতে একজন করে আরও ৬ জনের মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন জানান, মানিকগঞ্জের সিঙ্গাইরে ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন ওই ব্যক্তি। সোমবার (৬ এপ্রিল) গ্রামের বাড়িতে ফেরার পর থেকেই তীব্র জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। ওই রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের পূর্ব-সাহেব এলাকা লকডাউন করা হয়েছে। ৪ জনকে রাখা হয়েছে কোয়ারান্টাইনে।

নেত্রকোনার পূর্বধলায় এক ব্যক্তি মারা যাওয়ার পর ৭ বাড়ি লকডাউন করেছে প্রশাসন। খুলনার রূপসায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের বাজিতপুরে মারা গেছেন এক রিকশাচালক।

লালমনিরহাটের আদিতমারীতে মারা গেছেন একজন। এ ঘটনায় ওই বাড়ির সবাইকে কোয়ারন্টাইনে রাখা হয়েছে।

গাজীপুরের কালীগঞ্জে মারা গেছেন এক ব্যক্তি। ঝালকাঠিতে জ্বরে মারা গেছে ৬ বছরের এক শিশু। ওই বাড়ির সবাইকে কোয়ারন্টাইনের থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সব মৃতদেহেরই নমুনা সংগ্রহ করা হয়েছে।

এসএমএম