• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২০, ০৩:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৯, ২০২০, ০৩:৫৫ পিএম

২৪ ঘণ্টা সেবা দেবে ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল

২৪ ঘণ্টা সেবা দেবে ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল
প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্তসহ যে কোনও চিকিৎসার সুবিধার্থে দেশের ৬৯টি বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল ২৪ ঘণ্টা খোলা থাকবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে এ তথ্য জানান বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) মহাসচিব এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

তিনি জানান, সকালে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এ বিষয়ে কথা হয়েছে তার। সরকারের পাশাপাশি দেশের এ ক্রান্তিলগ্নে দেশের ৬৯টি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টা জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নিরবিচ্ছিন্ন সেবা দেবেন।

এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন খান বলেন, আমাদের ২০ হাজার চিকিৎসক দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এখন থেকে নিয়োজিত থাকবে। প্রয়োজনে আমরা করোনা চিকিৎসার জন্য বেশ কয়েকটি হাসপাতাল ছেড়ে দিয়ে করোনা সংক্রমিত রোগীদের সেবা নিশ্চিত করব।

জেডএইচ/এসএমএম