• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২০, ০৪:০০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৯, ২০২০, ০৪:০০ পিএম

বসুন্ধরা কনভেনশনে ২ হাজার বেডের আইসোলেশন সেন্টার

বসুন্ধরা কনভেনশনে ২ হাজার বেডের আইসোলেশন সেন্টার
বসুন্ধরা কনভেনশন সেন্টার ● ফাইল ছবি

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২ হাজার বেডের আইসোলেশন সেন্টার তৈরি করার কাজ চলছে। ৮ থেকে ১০ দিনের মধ্যে এটি প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (এমআইএস) বিভাগের মিলনায়তনে ‘করোনাভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের সৎ ইচ্ছার কারণেই আমরা বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২ হাজার বেডের আইসোলেশন সেন্ট্রাল তৈরি করা সম্ভব।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন। মোট আক্রান্ত ৩৩০ জন।

এসএমএম