• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১, ২০২০, ০৯:০৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ১, ২০২০, ০৯:০৯ পিএম

কোভিড-১৯

আরও ১৪১ জন পুলিশ সদস্য আক্রান্ত

আরও ১৪১ জন পুলিশ সদস্য  আক্রান্ত
সারাদেশে প্রায় ২ লাখ পুলিশ সদস্য মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন ● সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪১ জন পুলিশ সদস্য করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬৮ জন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য।

শুক্রবার (১ মে) পর্যন্ত পুলিশের মোট ৬৭৭ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা জানান, এখন পর্যন্ত চার পুলিশ সদস্য করোনায় মারা গেছেন। চার জনই ডিএমপি’র সদস্য বলে নিশ্চিত করেন তিনি।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৭ পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে এবং ৩৪ সদস্যকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোয়ারেন্টিন আছেন মোট ১ হাজার ১৫৪ জন পুলিশ সদস্য। আইসোলেশনে আছেন ১৭৪ সদস্য।

সহকারী মহাপরিদর্শক জানান, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে সারাদেশে প্রায় ২ লাখ পুলিশ সদস্য মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, পুলিশ কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহের জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছি। আক্রান্ত সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্যও পদক্ষেপ নেয়া হয়েছে।

এসএমএস

আরও পড়ুন