• ঢাকা
  • বুধবার, ২২ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: মে ৬, ২০২০, ০৩:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ৬, ২০২০, ০৫:১২ পিএম

জ্বর-শ্বাসকষ্টে সময়ের আলোর আরেক সাংবাদিকের মৃত্যু

জ্বর-শ্বাসকষ্টে সময়ের আলোর আরেক সাংবাদিকের মৃত্যু
মাহমুদুল হাকিম অপু

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সময়ের আলো পত্রিকার আরেক সংবাদ কর্মী মাহমুদুল হাকিম অপু মারা গেছেন। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা এখনও জানা জায়নি।

বুধবার (৬ মে) সকালে তাকে ঘুমের ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়। তবে তার শরীরে করোনার লক্ষণ ছিল কিনা তা এখনো জানা যায়নি।

করোনাভাইরাস (কোভিড-১৯) টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফল জানানোর পরই জানা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা। তিনি বেশ কিছুদিন ধরে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে বাসায় অবস্থান করছিলেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা। 

সাংবাদিক অপুর মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, বন্ধুরা। গভীর শোক জানিয়েছে আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম এম এনামুল হক, সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ ও ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়।

বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির এডিটর জায়েদুল আহসান পিন্টু তার ফেসবুক পোস্টে লিখেছেন, সাংবাদিকতা বিভাগে আমাদের সহপাঠি বন্ধু অপু করোনা উপসর্গ নিয়ে চলে গেল।

চ্যানেল আইয়ের চিফ নিউজ এডিটর (সিএনই) ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান ফেসবুকে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম ডিপার্টমেন্টে আমাদের এক বছরের সিনিয়র অপু ভাই। একটু নিভৃতচারী মানুষ ছিলেন।

এর আগে গত ২৮ এপ্রিল পত্রিকাটির সিটি এডিটর ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর তার স্ত্রী ও ছেলের শরীরে করোনা ধরা পড়ে। তার স্ত্রী বর্তমানে আইসিইউতে।

এর আগে ২৮ এপ্রিল সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন করোনার উপসর্গ নিয়ে মারা যান। মৃত্যুর পর তার করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে। পরে সাংবাদিক খোকনের স্ত্রী ও বড় ছেলের নমুনা পরীক্ষার রিপোর্টও করোনা ভাইরাস পজিটিভ আসে। 

সময়ের আলো পত্রিকার আরও ৬ কর্মী করোনা পজেটিভ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

এসএমএম

আরও পড়ুন