• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১১, ২০২০, ০৫:১৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ১১, ২০২০, ০৫:১৮ পিএম

স্প্যানিশ ফ্লু পৃথিবী বদলে দিয়েছিল, করোনাভাইরাসও বদলাচ্ছে

স্প্যানিশ ফ্লু পৃথিবী বদলে দিয়েছিল, করোনাভাইরাসও বদলাচ্ছে

১৯১৮ সাল ও ১৯১৯ সালে ৫ কোটি মানুষ মারা যায় স্প্যানিশ ফ্লুয়ে আক্রান্ত হয়ে।

এই ফ্লু তিন পর্যায়ে পৃথিবীতে আঘাত করে।

শুধু যুক্তরাষ্ট্রেই ছয় লাখ ৭৫ হাজার মানুষ মারা যায় এই রোগে।

৫০০ বছরের ইতিহাসে ১৫ বার নানা ফ্লু বা ভাইরাস মহামারি আকারে আঘাত হেনেছে।

স্প্যানিশ ফ্লুর বিশেষত্ব ছিল এটা ২০ থেকে ৪০ বছর বয়সীদের বেশি আক্রান্ত করেছে।

১৯২০ সালে শিশু জন্মের হার বেড়ে যায়।

তবে এই ফ্লু স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন নিয়ে আসে।

আমেরিকা নতুন ওষুধ তৈরি করা শুরু করে। চীন চিকিৎসা বিজ্ঞানে অর্থ ঢালা শুরু করে।

রাশিয়ায় সমাজতান্ত্রিক চিকিৎসা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তখন। বিবিসি।

এসএমএম

আরও পড়ুন