• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৬, ২০২০, ০৩:৫১ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৬, ২০২০, ০৩:৫১ পিএম

কোভিড-১৯

করোনায় ডেপুটি স্পিকারের স্ত্রী আনোয়ারা রাব্বীর মৃত্যু

করোনায় ডেপুটি স্পিকারের স্ত্রী আনোয়ারা রাব্বীর মৃত্যু
আনোয়ারা রাব্বী

করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা রাব্বী মারা গেছেন। 

মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিন কন্যা সন্তানের জননী আনোয়ারা রাব্বী নাতি-নাতনিসহ ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

নানা রোগে আক্রান্ত আনোয়ারা রাব্বীকে গেল ১৯ মে সিএমএইচে ভর্তি করা হয়। পরে তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়।

আনোয়ারা রাব্বীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়াও অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, এবং বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী শোক জানিয়েছেন।

পৃথক পৃথক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এসএমএম