• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৭, ২০২০, ০৪:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৭, ২০২০, ০৪:৫৫ পিএম

সন্ধ্যা থেকে নাখালপাড়া ও আরজতপাড়া লকডাউন

সন্ধ্যা থেকে নাখালপাড়া ও আরজতপাড়া লকডাউন
সংগৃহীত ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) রোগী ‘বেশি থাকায়’ রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া ও আরজতপাড়া রোববার (৭ জুন) সন্ধ্যার পর প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হচ্ছে।

তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক মো. ইয়াসিন সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তেজগাঁওয়ের ওই দুটি এলাকায় করোনা রোগী বেশি থাকায় সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে লকডাউন করার ব্যাপারে পুলিশকে চিঠি দিয়ে জানানো হয়েছে। সন্ধ্যার পর এলাকা দু’টি লকডাউন করা হবে।

 প্রশাসনের একটি সূত্র জানায়, রাজধানীর তেজগাঁও এলাকায় গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানাতেই ২৩ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। তেজগাঁও এলাকায় মোট আক্রান্ত আড়াইশ' ছাড়িয়েছে।

লকডাউন কার্যকর হলে অতি জরুরি প্রয়োজন ছাড়া এই এলাকার কেউ বাইরে বেড় হতে পারবেন না এবং বাইরে থেকে কাউকে ওই এলাকায় যেতেও দেয়া হবে না।

এসএমএম

আরও পড়ুন