• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১২, ২০২০, ০৮:২৪ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১২, ২০২০, ০৮:২৪ পিএম

করোনায় আরও ২ চিকিৎসকের মৃত্যু

করোনায় আরও ২ চিকিৎসকের মৃত্যু
বাঁ থেকে ডা. মাহমুদ মনোয়ার ও ডা. গাজী জহির হাসান

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরও দুই চিকিৎসকের মৃত্যু হয়েছে। তাদের একজন জাতীয় হৃৎরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার। অপরজন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহির হাসান।

শুক্রবার (১২ জুন) চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস (এফডিএসআর) এ তথ্য জানায়।

এফডিএসআর এর যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, জাতীয় হৃৎরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি শনিবার  সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করেন। তার স্ত্রীর শরীরেও করোনা শনাক্ত হয়েছে।

ডা. রাহাত আনোয়ার চৌধুরী আরও জানান, ডা. গাজী জহির করোনায় আক্রান্ত  হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে শুক্রবার (১১ জুন) রাত ১টা ১৮ মিনিটে মারা যান।

চিকিৎসকদের সংগঠন এফডিএসআরের হিসেবে এখন পর্যন্ত ২৮ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে আরও পাঁচজন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

এসএমএম

আরও পড়ুন