• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৪, ২০২০, ১১:১০ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৪, ২০২০, ১১:১৮ এএম

কোভিড-১৯

সংক্রমণ রোধে ২১ দিনের জন্য লকডাউন ওয়ারী

সংক্রমণ রোধে ২১ দিনের জন্য লকডাউন ওয়ারী

অবশেষে ২১ দিনের লকডাউন শুরু হয়েছে রাজধানীর ওয়ারী এলাকা।

শনিবার (৪ জুলাই) ভোর ৬টা থেকে লকডাউন কার্যকর করা হয়েছে। লকডাউনের আওতায় রয়েছে তিনটি সড়ক ও পাঁচটি গলিপথ।

সড়কগুলো হলো— টিপু সুলতান রোড, যোগীনগর রোড এবং ঢাকা-সিলেট মহাসড়কের জয়কালি মন্দির থেকে বলধা গার্ডেন পর্যন্ত। গলিগুলোর মধ্যে রয়েছে লালমিনি, হেয়ার, ওয়্যার, র‌্যাংকিং ও নবাব স্ট্রিট।

সকাল থেকেই এলাকাটির ২টি প্রবেশ পথে ওয়ারী থানা পুলিশ এবং সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবকরা তদারকি করছেন। যারা শুধু জরুরি সেবার আওতার মধ্যে রয়েছেন তাদেরই এলাকা থেকে বের হতে ও প্রবেশ করতে দেয়া হচ্ছে।

১৭টি প্রবেশ পথের মধ্যে ১৫টিতেই বাঁশের বেড়া দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে। এছাড়া এলাকাবাসীদের মধ্যে থেকে ২০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে জরুরি সেবা নিশ্চিতে।

কেএপি

আরও পড়ুন