• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ৭, ২০২০, ১২:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৭, ২০২০, ১২:৪৫ পিএম

ঢিলেঢালাভাবে চলছে ওয়ারীর লকডাউন

ঢিলেঢালাভাবে চলছে ওয়ারীর লকডাউন
সংগৃহীত ছবি

ঢিলেঢালাভাবেই চলছে রাজধানীর ওয়ারীর লকডাউন।

মঙ্গলবার (৪ জুলাই) চতুর্থ দিনের মতো লকডাউন চলছে টিপু সুলতান রোড এলাকার ৪১ নম্বর ওয়ার্ডেও।স্বেচ্ছাসেবকরা বলছেন, লকডাউন এলাকায় একটি ওষুধ কারখানা খোলা থাকায় কর্মীদের আসতে দিতে হচ্ছে। আবার তিনটি সুপার শপ থাকায় তাদের কর্মীদেরও ভেতরে যেতে দিতে হচ্ছে।

অনেক ক্ষেত্রে বাসিন্দারাও নানা অজুহাতে বের হতে চাচ্ছেন। এতে লকডাউন এলাকাগুলোতে আসা-যাওয়ায় কড়াকড়ি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানালেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা।

লকডাউন এলাকা থেকে টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, জয়কালি মন্দির পথ দিয়ে বের হওয়া যাবে। অন্যদিকে, লারমিনি স্ট্রিট, ওয়্যার স্ট্রিট, হেয়ার রোড, র‍্যাংকিন স্ট্রিট, নবাব রোড দিয়ে প্রবেশ করা যাবে।

গত ৪ জুলাই ২১ দিনের লকডাউন শুরু হয় এ এলাকায়। শেষ হবে ২৫ জুলাই। ওয়ারীতে করোনায় সোমবার পর্যন্ত মারা গেছেন সাতজন। লকডাউনের পর নতুন করে শনাক্ত হয়েছেন সাতজন। মোট আক্রান্ত হয়েছেন ৫৩ জন।

কেএপি

আরও পড়ুন