• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৮, ২০২০, ১২:২০ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৮, ২০২০, ১২:২০ এএম

রিজেন্ট হাসপাতাল সিলগালা

রিজেন্ট হাসপাতাল সিলগালা
সংগৃহীত ছবি

করোনা পরীক্ষার ৬ হাজারের বেশি ভুয়া রিপোর্ট দিয়েছে রিজেন্ট হাসপাতাল। এছাড়া অনুমোদনহীন কিটের মজুতও পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযোগে হাসপাতালটি সিলগালা করে দিয়েছে র‍্যাব। চেয়ারম্যান মোহাম্মদ শাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলাও হচ্ছে। এরই মধ্যে হাসপাতালের অনুমোদন বাতিল করে বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রিজেন্ট হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তের টেস্ট করার অনুমতি ছিল কিন্তু নমুনা নিয়েছে সবার। সাড়ে তিন হাজার টাকা করে নিয়েও পরীক্ষা না করেই দিয়েছে রিপোর্ট।

এসব অভিযোগের সত্যতা খুঁজতে সোম ও মঙ্গলবার উত্তরা শাখায় অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, ৬ হাজারেরও বেশি করোনার ভুয়া রিপোর্টের প্রমাণ মিলেছে।

হাসপাতালের আইসিইউ ও ল্যাবে আনুসাঙ্গিক চিকিৎসা সামগ্রী না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ পেয়েছে র‍্যাব। অভিযান শেষে সিলগালা করে দেয়া হয় হাসপাতালটির উত্তরা শাখা ও প্রধান কার্যালয়।

২০১৩ সালে ৫০ শয্যার রিজেন্ট হাসপাতালকে অনুমোদন দেয় স্বাস্থ্য অধিদফতর। ২০১৭ সালে মিরপুরেও শাখা খোলার অনুমতি পায়। কিন্তু লাইসেন্স নবায়ন করেনি বলে জানায় র‍্যাব।

সোমবার (৬ জুলাই) হাসপাতালটির উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়।

কেএপি

আরও পড়ুন