• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ২০, ২০২০, ১২:৫৯ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২০, ২০২০, ১২:৫৯ এএম

বিদেশযাত্রায় করোনা পরীক্ষার ফল মিলবে ১২ ঘণ্টায়

বিদেশযাত্রায় করোনা পরীক্ষার ফল মিলবে ১২ ঘণ্টায়
প্রতীকী ছবি

বিদেশগামী যাত্রীরা করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার ফল পাবেন ১২ ঘণ্টায়।

রোববার (১৯ জুলাই) মহাখালীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।

বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশগামীদের জন্য ২৩ জুলাই (বৃহস্পতিবার) থেকে করোনাভাইরাস পরীক্ষার সনদ নেয়া বাধ্যতামূলক করা হয়েছে। নমুনা দেয়ার সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকিট দেখাতে হবে এবং পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

ঢাকায় ৩টি সহ সারা দেশে ১৬টি হাসপাতাল ও প্রতিষ্ঠানে করা হবে বিদেশগামীদের করোনা পরীক্ষা।

রাজধানীর মহাখালী ডিএনসিসি মার্কেটে ১০টি অস্থায়ী বুথে ২০ জুলাই (সোমবার) থেকে শুরু হবে নমুনা সংগ্রহ।

কেএপি

আরও পড়ুন